ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

চীনে স্কুলবাসের চাপায় শিক্ষার্থী ও অভিভাবকসহ নিহত ১১

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৪:০২ পিএম

চীনে স্কুলবাসের চাপায় শিক্ষার্থী ও অভিভাবকসহ নিহত ১১

ছবি: সংগৃহীত

সন্তানদের স্কুলে দিতে তাদের হাত ধরে স্কুল গেটের সামনে দাঁড়িয়েছিলেন অভিভাবকেরা। হঠাৎই একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের ওপর উঠে যায়। বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারায় পাঁচ শিক্ষার্থী ও ছয় অভিভাবক। আহত হয়েছেন আরও ১৩ জন। ঘটনাটি ঘটেছে চীনের শানডং প্রদেশে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে হেফাজতে নিয়েছে। ঘটনাটি ইচ্ছাকৃত কিনা তা স্পষ্ট নয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একদল অভিভাবক ও শিশুকে ধাক্কা দিলে মোট ১১ জন মারা গেছে। এর মধ্যে ছয়জন অভিভাবক ও পাঁচজন শিক্ষার্থী রয়েছে। আহত ১২ জনের অবস্থা স্থিতিশীল।

ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হচ্ছে। এতে দেখা যায়, গাড়ির নিচে লোকেরা আটকা পড়েছেন।

চীনে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এ বছরের জুলাইয়ে পুলিশ জানায়, চাংশা শহরে একটি গাড়ি পথচারীদের একটি দলকে ধাক্কা দিলে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

আরবি/এফআই

Link copied!