ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনে একসঙ্গে চার মন্ত্রীর পদত্যাগ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ১০:০৫ এএম

ইউক্রেনে একসঙ্গে চার মন্ত্রীর পদত্যাগ

ছবি: সংগৃহীত

চলমান রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধরত অবস্থায় ইউক্রেনের চার মন্ত্রী পদত্যাগ করেছেন। এদের মধ্যে জেলেনস্কির ডেপুটি চিফ অব স্টাফদের একজন রোস্টিস্লাভ শুর্মাকেও বরখাস্ত হয়েছেন। তিনি অর্থনীতির বিষয়টি দেখভাল করতেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের কৌশলগত শিল্পমন্ত্রী ওলেক্সান্ডার কামিশিন, উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা, বিচারমন্ত্রী এবং পরিবেশ ও পুনর্নির্মাণ বিষয়ক মন্ত্রীদের পদত্যাগের ফলে এখন ইউক্রেনের মন্ত্রিসভার এক তৃতীয়াংশ পদ খালি পড়ে আছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রে সফরের আগে দেশের ভেতরে শৃঙ্খলা আনতে এসব পদ পূরণের পদক্ষেপ নিতে পারেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার রাজনৈতিক মিত্ররা।

আরবি/জেআই

Link copied!