ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা

ফিলিস্তিনে নিহত বেড়ে ৪০ হাজার ৮৬১ জন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ১০:৩৫ এএম

ফিলিস্তিনে নিহত বেড়ে ৪০ হাজার ৮৬১ জন

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় আরও ১৮ জন নিহত হয়েছেন। গত ৭ অক্টোবরের পর থেকে বুধবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অন্তত ৪০ হাজার ৮৬১ জন। এ নিয়ে গত ১১ মাসে আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, টানা দ্বিতীয় সপ্তাহে জেনিনে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানকার অন্তত চার হাজার বাসিন্দাকে জোরপূর্বক ঘরছাড়া করেছে দখলদাররা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের কাছে তাবুতে বাস্তুচ্যুত লোকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা।

এদিকে বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার রাতে জেনিন শরণার্থী শিবিরে অতিরিক্ত সৈন্যবাহিনী নিয়ে অভিযান চালায় ইসরায়েল। এসময় সৈন্যরা শহরের আল-জাবারিয়ত পাড়ায় ফিলিস্তিনি পরিবারগুলোকে অস্ত্রের মুখে জোরপূর্বক ঘরছাড়া করে এবং শরণার্থী শিবিরের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া, জেনিনের উত্তরে নাজারেথ স্ট্রিটে বুলডোজার চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

আরবি/জেআই

Link copied!