ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
দাবি ট্রাস্পের

কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ১১:২৯ এএম

কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না

ছবি: সংগৃহীত

আগামী মার্কিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জয়লাভ করলে ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত হবে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ইহুদি রিপাবলিকানদের জনসভায় এমন মন্তব্য করেছেন ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েলের।

ট্রাম্প বলেছেন, ইসরায়েল হাজার বছর ধরে আমাদের সঙ্গে থাকবে তা নিশ্চিত করতে আমি আপনাদের সঙ্গে কাজ করব। তিনি (কমলা হ্যারিস) যদি প্রেসিডেন্ট হন তাহলে আপনাদের ইসরায়েল আর থাকবে না..ইসরায়েলের অস্তিত্ব থাকবে না।

ইহুদি ভোটারদের উদ্দেশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না কীভাবে কেউ তাদের সমর্থন করতে পারে। আমি এটি প্রতিনিয়ত বলি, যদি আপনি ইহুদি হন তবে আপনাকে আপনার মাথা পরীক্ষা করতে হবে। তারা আপনাদের জন্য অনেক খারাপ। ’

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ইহুদিরা জনসমক্ষে নিরাপদ বোধ করেছেন। কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে ইহুদিদের পবিত্র ভূমি থেকে তাড়ানোর জন্য সন্ত্রাসীরা যুদ্ধ করবে বলে জানান ট্রাম্প।

অন্যদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী ও বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার নির্বাচনী ক্যাম্পে জোর দিয়ে বলছেন, ইসরায়েলের প্রতি তার সমর্থন অটুট থাকবে। 

আরবি/জেআই

Link copied!