ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

কেনিয়ায় স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের প্রাণহানি

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৩:১৫ পিএম

কেনিয়ায় স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

কেনিয়ায় একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় আরও ১২ জনের বেশি স্কুলছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময়ে দেশটির নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি স্কুলে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

দেশটির পুলিশ বলছে, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আগুনকে ‘ভয়াবহ’ ও ‘বিধ্বংসী’ উল্লেখ করে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, এ ঘটনায় দায়ীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এদিকে পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, উদ্ধার হওয়া মৃতদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে চেনার উপায় নেই। ঘটনাস্থল থেকে আরও মৃতদেহ থাকার পাওয়া রয়েছে বলে জানান পুলিশের ওই মুখপাত্র।

রূপালী বাংলাদেশ

Link copied!