ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সৌদির ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ দিলেন পুতিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৫:০৬ পিএম

সৌদির ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ দিলেন পুতিন

ছবি, সংগৃহীত

ঢাকা: রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত মাসে বড় বন্দি বিনিময় অনুষ্ঠিত হয়। আর এ বন্দি বিনিময়ে সহযোগিতার জন্য সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র, আল আরাবিয়ার।

সংবাদপত্রের তথ্যমতে, গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচকে আটক করে রাশিয়া। গত ১ আগস্ট মার্কিন এই সাংবাদিক এবং যুক্তরাষ্ট্রের সাবেক মেরিনার পাওয়েল হুইলেন ওয়াশিংটনে ফিরে যান। মূলত দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাদেরকে ছেড়ে দিয়েছে রাশিয়া।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় করতে এক বছর ধরে কাজ চলছিল। শেষ পর্যন্ত রাশিয়া থেকে ১৬ বন্দি পশ্চিমা দেশে ফিরেছে এবং পশ্চিমা দেশ থেকে মস্কোতে ফিরেছে ৮ জন। আর এসব বন্দি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স।

ইস্টার্ন ইকোনোমিক ফোরামে যোগ দিয়ে পুতিন বলেন, পশ্চিমা দেশ থেকে আমাদের নাগরিকদের ফেরাতে পেরে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
 

আরবি/এস

Link copied!