ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ইসরাইলি বর্বরতা

কড়া বার্তা দিলেন এরদোয়ান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৩:২৫ পিএম

কড়া বার্তা দিলেন এরদোয়ান

ছবি: সংগৃহীত

বরাবরই গাজায় ইসরাইলি গণহত্যা নিয়ে উচ্চকণ্ঠ রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। এএফপি’র খবর অনুযায়ী, শুক্রবার (৬ সেপ্টেম্বর) অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে তুর্কি-আমেরিকান এক দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। দখলদার বাহিনীদের এই নৃশংসতাকে এরদোয়ান ‘বর্বর হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এরদোগান লিখেছেন, ‘আমি পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানাই এবং ইসরায়েলি হামলায় নিহত আমাদের নাগরিক আয়েনুর ইজগি আইগির রুহের মাগফেরাত কামনা করছি।’  

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইহুদি বসতি বাড়ানোর প্রতিবাদে পশ্চিম তীরের নাবলুসের কাছে বেইতা শহরে এক বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে আয়েশানূর এজগি এইগি নামের ওই তরুণী নিহত হন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ইসরায়েলি সেনাদের গুলিতেই ২৬ বছর বয়সী এইগি মারা গেছেন। শুক্রবারের ওই কর্মসূচিতে অংশ নেওয়া একজন বিবিসিকে জানান, ফিলিস্তিনপন্থি ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে ওইদিনই প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছিলেন এইগি।

আরবি/জেআই

Link copied!