ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইলি হামলায় নিহত আরও ২৬ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১২:৩৬ পিএম

ইসরাইলি হামলায় নিহত আরও  ২৬ ফিলিস্তিনি

ছবি সংগৃহীত

ঢাকা: গাজায় বর্বরোচিত ইসরাইলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে। উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ হাজার ২৫০ জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি। এছাড়া ইসরাইলি বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা ভূখন্ড ও পশ্চিম তীরে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ২৫২ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯৫ হাজার ৪৯৭ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৬ জন নিহত এবং আরও ৮৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

আরবি/এস

Link copied!