ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আফগানিস্তানে হামলায় নিহত ১৬ শিয়া, দায় স্বীকার আইএসের

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৯:৩১ পিএম

আফগানিস্তানে হামলায় নিহত ১৬ শিয়া, দায় স্বীকার আইএসের

ছবি, সংগৃহীত

আফগানিস্তান মধ্যাঞ্চলীয় প্রদেশে দায়কুন্দির রাজধানী নিলিতে বন্দুক হামলায় ১৪ জন শিয়া মুসলিম নিহত হয়েছেন, আহত হয়েছেন অনন্ত আরও ৬ জন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে, সূত্র এএফপি।

বৃহস্পতিবার হামলার কিছু সময় পর আইএসের মিডিয়া উইং আমাকে প্রকাশিত এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “খিলাফত কায়েমে প্রতিজ্ঞবদ্ধ সৈনিকদের হামলায় কেন্দ্রীয় আফগানিস্তানে ১৪ জন শিয়া নিহত হয়েছে।”

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের প্রশাসনও হামলার সত্যতা নিশ্চিত করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কায়ানি এএফপিকে বলেন, “দায়কুন্দিতে কয়েক জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। কারা এই হামলা ঘটিয়েছে- তা এখনও জানা যায়নি।”

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শিয়া মুসলিমদের পবিত্র ধর্মীয় সম্মেলন আরবাইনে যোগ দিতে ইরাকের কারবালায় গিয়েছিল দায়কুন্দিতে বসবাসরত শিয়াদের একটি দল। সেই দলটির ফিরে এসেছে গতকাল। যারা হতাহত হয়েছেন, তাদের সবাই কারবালা থেকে ফিরে আসা সেই দলের সদস্যদের পরিবার-পরিজন। কারবালা থেকে আগত স্বজনদের গ্রহণ করতেই তারা সেখানে উপস্থিত হয়েছিলেন।

এ সময় একদল বন্দুকধারী মোটরসাইকেলে চেপে সেখানে আসেন এবং এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুরো ঘটনাটি ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে।  সূত্র, এএফপি

 

আরবি/এস

Link copied!