ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ৪

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৪:১৭ পিএম

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ৪

ছবি সংগূহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের বার্মিংহামে এলোপাতাড়ি গুলিতে অন্তত  ৪জন নিহত এবং আহত হয়েছেন আরো অনেকে বলে জানিয়েছে পুলিশ। সূত্র, বিবিসি। বার্মিংহাম পুলিশের কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড বলেছেন, স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ফাইভ পয়েন্টস সাউথ এলাকায় একদল মানুষের ওপর একাধিক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালিয়েছে।

পুলিশ ঘটনাস্থলে দুইজন পুরুষ এবং এক নারীর মরদেহ পেয়েছে, এবং আরো একজন হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন বলে তিনি জানান। ফিটজেরাল্ড আরো বলেন, তদন্তকারীরা এখনো যাচাই করছেন যে, বন্দুকধারীরা হেঁটে এসে গুলি চালিয়েছে নাকি গাড়ি থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়নি।

ফাইভ পয়েন্টস সাউথ এলাকা নাইটলাইফের জন্য পরিচিত। আহতদের বিষয়ে ফিটজেরাল্ড জানিয়েছেন, আমাদের কাছে এই এলাকায় বহু মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর রয়েছে। অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

আরবি/এস

Link copied!