ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

যোগাযোগের সব ধরনের ডিভাইস বন্ধ করলো ইরানের রেভল্যুশনারি গার্ড

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৩:৪৩ পিএম

যোগাযোগের সব ধরনের ডিভাইস বন্ধ করলো ইরানের রেভল্যুশনারি গার্ড

ছবি সংগূহীত

ঢাকা: লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের মাধ্যমে হিজবুল্লাহর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে যোগাযোগের সব ধরনের ডিভাইস ব্যবহার বন্ধ করেছে দিয়েছে ইরানের বিশেষ বাহিনী রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি)। ইরানের নিরাপত্তা কর্মকর্তার দুজন সিনিয়র সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

দুজন নিরাপত্তা কর্মকর্তার একজন জানিয়েছেন, যোগাযোগ ডিভাইস বন্ধের পাশাপাশি সমস্ত ডিভাইসের ওপর নজরদারি চালাচ্ছে আইআরজিসি। যদিও ইরানে ব্যবহার ডিভাইজগুলোর অধিকাংশ আমাদের নিজেদের তৈরি এবং কিছু ডিভাইস চীনা ও রাশিয়া থেকে আমদানি করা হয়েছে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইসরায়েলের এজেন্ডা রুখতে কঠোর নিরাপত্তা আরোপ করা হয়েছে। আইআরজিসির মিড ও উচ্চ লেভেলের কর্মকর্তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

উল্লেখ্য, গত মঙ্গল ও বুধবার লেবানন জুড়ে সিরিজ হামলা চালানো হয়েছে। পেজার ও ওয়াকিটকি হামলায় দেশটিতে ৩৯ জন নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করেছে। যদিও ইসরায়েল এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে অস্বীকার বা নিশ্চিত করেনি।

 

আরবি/এস

Link copied!