ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহত ১৮২, আহত ৭২৭

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৫:২৮ পিএম

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহত ১৮২, আহত ৭২৭

ছবি সংগূহীত

ইসরায়েলের সামরিক বাহিনী দফায় দফায় বর্বর বিমান হামলা চালিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও গ্রামে। এই হামলায় কমপক্ষে ১৮২ জন নিহত হয়েছে।  এসব হামলায় অন্তত ৭২৭ জন মানুষ আহত হয়েছেন। যারমধ্যে নারী, শিশু ও মেডিকেল কর্মীরা রয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ইসরায়েলি হামলায় লেবাননে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলি প্রতিরক্ষা  বাহিনী অন্তত ১৫০ বিমান হামলায় কমপক্ষে ১৮২ জন নিহত ও আরও ৭২৭ জনের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী, শিশু ও মেডিকেল কর্মীরাও রয়েছেন।

এক বিবৃতিতে লেবাননের সরকারি জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র বলেছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নারী, শিশু, প্যারামেডিকসসহ অন্তত ৭২৭ জন  মানুষ আহত হয়েছেন।

আরবি/এস

Link copied!