ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শিগেরু ইশিবা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৩:৩৬ পিএম

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শিগেরু ইশিবা

ছবি: সংগৃহীত

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের নতুন নেতা নির্বাচন করেছে। সরকারি ভোট গণনায় জয়ী হয়েছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা। ফলে জাপানের নতুন প্রধানমন্ত্রী তিনিই হতে যাচ্ছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আইনপ্রণেতাদের ভোটাভুটিতে শেষ পর্যন্ত তিনিই লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে দিতে যাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত দুই সপ্তাহ ধরে এলডিপির নেতৃত্ব দিতে ৯ জন প্রার্থী প্রচারণা চালিয়েছেন। শুক্রবার টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা। ৭৩৬ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কট্টরপন্থি জাতীয়তাবাদী নেতা তাকাইচিকে পরাজিত করেন ৬৭ বছর বয়সী প্রবীন রাজনীতিবিদ ইশিবা। আগামী ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।

ক্ষমতাসীন দলটি তাদের প্রধানকে নির্বাচনের পর আগামী সোমবার দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার মন্ত্রিসভা পদত্যাগ করবে। এরপর পার্লামেন্টে নতুন দলীয় নেতা ও কিশিদার উত্তরসূরির নাম ঘোষণা করা হবে। এরপর তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন। নতুন প্রধানমন্ত্রী জণগণের রায় জানতে চাইলে আগাম নির্বাচন দিতে পারেন।

আরবি/জেআই

Link copied!