ঢাকা রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইলি হামলায় লেবাননে আরও ৩৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৩:৫০ পিএম

ইসরাইলি হামলায় লেবাননে আরও ৩৩ জন নিহত

ছবি: সংগৃহীত

ইসরাইলি হামলায় লেবাননে ৩৩ জন নিহত ও ১৯৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার, এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবানন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লেবানিজ অঞ্চলে ইসরাইলি আগ্রাসনের ফলে শনিবার ৩৩ জন নিহত হয়েছে এবং ১৯৫ জন আহত হয়েছে।’

এর আগে, গত কিছুদিন ধরেই হিজবুল্লাহকে টার্গেট করে একের পর এক হামলা চালাচ্ছে ইসরাইল। এই হামলায় হিজবুল্লাহ প্রধান নেতা হাসান নাসরুল্লাহ হত্যার শিকার হয়েছেন। তবুও থেমে নেই ইসরাইল। নাসরুল্লাহ হত্যার একদিন পর ফের লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।

লেবাননের সংবাদমাধ্যম জানিয়েছে, আজকের হামলায় টার্গেট করা হয়েছে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের উপপ্রধান নাবিল কাওককে। হামলায় তিনি আহত বা নিহত হয়েছেন কি না সেটি স্পষ্ট করেনি কোনো সংবাদমাধ্যম।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই সপ্তাহে লেবাননে ইসরায়েলের চালানো হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

 

আরবি/এস

Link copied!