ঢাকা সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইলের বর্বর হামলায় নিহত একই পরিবারের ১৭

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৮:৩২ পিএম

ইসরাইলের বর্বর হামলায় নিহত একই পরিবারের ১৭

ছবি সংগৃহীত

ঢাকা: ইসরাইলের বর্বর বিমান হামলায় লেবাননের উত্তর বেকা উপত্যকার জবউদ শহরে একই পরিবারের ১৭ জন সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের উত্তর বেকা উপত্যকার জবউদ শহরে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ১৭ জন সদস্য নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান এখনও চলছে।

প্রায় দুই সপ্তাহ ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এতে দেশটির অনেক বেসামরিক নিহত হয়েছেন।

উল্লেখ্য, শনিবার ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন।

 

আরবি/এস

Link copied!