ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪

ইসরায়েলে হামলা চালালে ইরানকে ‘পরিণতি’ ভোগ করতে হবে: যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০১:৩৪ পিএম

ইসরায়েলে হামলা চালালে ইরানকে ‘পরিণতি’ ভোগ করতে হবে: যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

ইসরায়েলের ওপর হামলা চালালে ইরানকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

মঙ্গলবার (০১ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে এক টেলিফোন আলাপে এই সতর্কবার্তা দেন তিনি। খবর আলজাজিরার।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, হামাসের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে লেবানন সীমান্ত বরাবর হিজবুল্লাহর আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করতে ইসরায়েল যে অভিযান শুরু করেছে তাতে সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের।

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে এর জন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে।

লয়েড অস্টিন বলেন, আমি পুনরায় উল্লেখ করেছি, ইরান যদি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এর জন্য ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরান ও ইরান-সমর্থিত সন্ত্রাসী সংগঠনের হুমকির মুখে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা, অংশীদার ও মিত্রদের রক্ষা করার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।

আরবি/জেআই

Link copied!