ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে যে নির্দেশ দিয়েছেন বাইডেন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ১২:১৬ পিএম

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে যে নির্দেশ দিয়েছেন বাইডেন

ফাইল ছবি

ইসরায়েলে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বাইডেনের পক্ষ থেকে মার্কিন বাহিনীকে দেওয়া হয়েছে নির্দেশনাও। সম্ভাব্য এ হামলার শঙ্কায় আগেই ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছিল।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতের এই হামলার সময় নতুন নির্দেশনা দিয়েছেন বাইডেন। এর আগে গত ১৩ এপ্রিল তেহরানের হামলার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন বাহিনী। এ দিনও বাইডেন মার্কিন বাহিনীকে ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিচুয়েশন রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। ইসরায়েলে হামলা হলেও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনী টার্গেট হয়নি বলে জানিয়েছেন ওয়াশিংটন পোস্ট। পেন্টাগনের তিনজন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।

গত শুক্রবার লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হন। এরপরই এ ধরনের হামলার ব্যাপারে সব পক্ষ সতর্ক অব্স্থানে ছিল। মঙ্গলবার রাতে সে হামলা চালিয়ে তেলআবিবের মাটি নাড়িয়ে দিয়েছে ইরান।

আরবি/জেআই

Link copied!