ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

ইসরায়েল ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, উল্লাসে গাজাবাসী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ১২:২৭ পিএম

ইসরায়েল ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, উল্লাসে গাজাবাসী

ছবি: সংগৃহীত

রাতের আকাশে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ইরানের একেকটি ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে। এমতাবস্থায় ইসরায়েলিরা বাঁচতে যখন মাটির নিচের টানেলে দিকে ছুঁটে যাচ্ছে তখন হামলার আনন্দ উদযাপন করছেন গাজাবাসী।

ভিডিওর শুরুতেই দেখা যায়, ঝুঁকিপূর্ণ একটি স্থান থেকে ছুটতে থাকা ক্ষেপণাস্ত্রের ঝাঁকের দিকে নজর রাখছেন একজন ফিলিস্তিনি। পাশ থেকেই ভেসে আসে উল্লসিত এক কণ্ঠস্বর। যিনি প্রশংসা জানাচ্ছেন মহান রবের প্রতি।

ইসরায়েল ভূখণ্ডে ইরানের করা এই হামলার সময় ঘরে বসে থাকেনি গাজার শিশু থেকে নারীরাও। হিজাবেঢাকা তাদের কাউকে কাউকে উচ্ছ্বাস প্রকাশে হাততালি দিতেও দেখা যায়। স্বাভাবিকভাবেই ঘরে থাকেনি গাজার সাহসী যুবকরা। তাদের উল্লাসের মাত্রাটাও ভিন্ন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। ইসরায়েলি গুপ্তহত্যার প্রতিশোধ নিতে এই হামলা। তবে পাল্টা প্রতিশোধের হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে।

আরবি/জেআই

Link copied!