ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

ডজনখানেক ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ০৬:০১ পিএম

ডজনখানেক ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

ছবি সংগৃহীত

ঢাকা: ইসরাইলের ভূখণ্ডে ছোড়া ইরানি ডজনখানেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলের প্রতিরক্ষা নিশ্চিত করতে ‘সক্রিয়ভাবে’ সহায়তা দিয়ে যাবে ওয়াশিংটন।

বাইডেন জানান, হামলার ওই সময় তিনি ‘সিচুয়েশন রুমে’ কাটিয়েছেন। জাতীয় নিরাপত্তাজনিত যেকোনো গুরুতর সংকটময় পরিস্থিতি হোয়াইট হাউসের এ কক্ষ থেকে সামাল দেওয়া হয়।

ইরান থেকে ইসরাইলের দিকে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হামলার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, ইরানের নাগরিক ও স্বার্থরক্ষার থেকে এটি একটি ‘অবধারিত’ প্রতিক্রিয়া।

মঙ্গলবার পেন্টাগনের ব্রিফিংয়ে মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোড়া হয়েছিল।

তবে তাদের হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রকে আঘাত করা হয়েছে কিনা, সে বিষয়ে কিছু বলেননি প্যাট্রিক রাইডার। মনে করা হচ্ছে, এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য নির্ধারণ করা হয়নি।

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার পরিস্থিতি দেখা দিয়েছে। এমন এক সময় এ পরিস্থিতি দেখা দিয়েছে, যখন গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় জো বাইডেন উদ্যোগী হয়েছিলেন; যদিও বাইডেন প্রশাসন ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করেনি। সূত্র, বিবিসি

আরবি/এস

Link copied!