ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

ভারতের দিল্লী ও মেঘালয়ে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:২৪ এএম

ভারতের দিল্লী ও মেঘালয়ে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের দিল্লী ও মেঘালয় রাজ্যে ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ও সোমবার (২৩ ডিসেম্বর) দুই দিনে তাদের গ্রেপ্তার করা হয়।

ত্রিপুরার সংবাদ মাধ্যম জাগরন খবরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিল্লীতে একটি খুনের ঘটনার তদন্তে গিয়ে অবৈধ বাংলাদেশিদের হদিশ পায় পুলিশ। সেই সূত্র ধরে তল্লাশি চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে ৫ জনই বাংলাদেশের নাগরিক। তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার দেখিয়েছে স্থানীয় পুলিশ।

জাগরন খবরের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ সদস্যরা। এসময় তাদের সঙ্গে দুইজন ভারতীয় দালালকেও আটক করা হয়।

এছাড়া সোমবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলা সীমান্ত থেকে বিএসএফ ১০ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ লাখ টাকার চিনি ও মাদক।

আরবি/এফআই

Link copied!