ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ১১:০২ এএম
ফাইল ছবি

রয়েল সুইডিশ একাডেমি আজ পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করবে।

সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘোষণা দেওয়া হবে। পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে।

এর আগে, সোমবার (৭ অক্টোবর) চলতি বছরের প্রথম নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। চিকিৎসাশাস্ত্রে এ বছর যৌথভাবে নোবেল জিতেছেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন। তারা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।