ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
হারিকেন মিল্টন

ফ্লোরিডায় বিদ্যুৎহীন ৩০ লাখের বেশি মানুষ, একাধিক প্রাণহানি

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৭:২৫ পিএম

ফ্লোরিডায় বিদ্যুৎহীন ৩০ লাখের বেশি মানুষ, একাধিক প্রাণহানি

ছবি: সংগৃহীত

হারিকেন মিল্টন আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে। যার প্রভাবে দেশটির বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি। ফ্লোরিডার বন্দরনগরী ফোর্ট শেয়ারে ঘূর্ণিঝড় আঘাত হানার পর জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়েছে সেখানকার রাস্তাঘাট। খবর গার্ডিয়ানের।

বিদ্যুৎ বিভ্রাটের তথ্য পর্যবেক্ষক পাওয়ারআউটেজ ডট ইউএস জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন মিল্টনের প্রভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৩০ লাখের বেশি গ্রাহক। এ ছাড়া পার্শ্ববর্তী সারাসোটা ও মানাটি কাউন্টিতে এ সংকট তীব্র আকার ধারণ করেছে।

ফ্লোরিডা জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন গুথরি বলেছেন, হারিকেনটি স্থলভাগে আঘাত হানার আগেই প্রায় ১২৫টি বাড়ি লন্ডভন্ড করে দেয়। এর মধ্যে অনেকগুলো বাড়ি প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করা।

ফ্লোরিডার আটলান্টিক উপকূলে ফোর্ট পিয়ার্সের কাছে স্পেনিস লেকস কান্ট্রি ক্লাব এলাকায় তাণ্ডব চালায় হারিকেন মিল্টন। ধ্বংস হয়ে যায় অনেক ঘরবাড়ি। এতে সেখানকার কয়েকজন বাসিন্দার মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, বুধবার রাতে স্থলভাগে আঘাত হানার প্রায় ৯০ মিনিট পরে ঘূর্ণিঝড়টির কেন্দ্রের অবস্থান ছিল সারাসোটা কাউন্টি থেকে প্রায় ২০ মাইল (৩০ কিলোমিটার) উত্তর-পূর্বে। এ সময় কিছুটা দুর্বল হয়ে ২ মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নেয় মিল্টন। এটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১১০ মাইল (১৭৫ কিলোমিটার), যা ঘণ্টায় ১৬ মাইল (২৬ কিলোমিটার) বেগে পূর্ব-উত্তর পূর্বে অগ্রসর হচ্ছিল।
 

আরবি/এফআই

Link copied!