নির্বাচন সামনে রেখে ভারতের মহারাষ্ট্র রাজ্যের সরকার মাদরাসা শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ভোটের আগে সংখ্যালঘুদের কাছে টানতেই এ উদ্যোগ নিলো একনাথ শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার। খবর ইন্ডিয়া টুডের।
শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণার পাশাপাশি বাড়ানো হচ্ছে সংখ্যালঘু তহবিলে অর্থের পরিমাণও। যদিও ভারতের মাদরাসাগুলোকে আর্থিক সহায়তা প্রদান বন্ধ করার পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন।
এদিকে আগামী নভেম্বর মাসের মধ্যেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন সামাজিক প্রকল্পে সংখ্যালঘুদের খুশি রাখতে নানা উদ্যোগ নিচ্ছে একনাথ শিন্ডের সরকার। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে এনডিএ জোট সরকার গঠন করলেও এ রাজ্য ভালো ফল করতে পারেনি দলটি। এমন পরিস্থিতিতে হিন্দু ভোটারদের কাছে টানতে দেশি গরুকে ‘রাজ্য মাতা’ হিসেবে ঘোষণা দিয়েছে রাজ্যটি। পাশাপাশি মুসলিম ভোটারদের মন পেতে মাদরাসা শিক্ষকদের বেতন বাড়ানোরও ঘোষণা দিয়েছে তারা।
জানা গেছে, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে জনকল্যাণমূলক ৮০টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে ৩৮টি প্রস্তাবে অনুমোদন দেয় রাজ্য সরকার। নানা প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটি হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বেতন বাড়ানো।
নতুন বেত কাঠামোতে মহারাষ্ট্রে ডিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাসিক বেতন ছয় হাজার রুপি থেকে বাড়িয়ে এখন ১৬ হাজার রুপি করা হয়েছে। এ ছাড়া বিএড ও বিএসসি বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে মাসে ১৮ হাজার রুপি করা হয়েছে। এছাড়া সংখ্যালঘু উন্নয়নে আর্থিক বরাদ্দের পরিমাণ ৭০০ কোটি থেকে বাড়িয়ে এক হাজার কোটি রুপি করা হয়েছে।