ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

খালিস্তানপন্থি নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত অমিত শাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৭:৫৮ পিএম

খালিস্তানপন্থি নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত অমিত শাহ

ছবি সংগৃহীত

ঢাকা: কানাডার মাটিতে খলিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জারের মৃত্যু নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কানাডা পুলিশ সোমবার দাবি করেছে, ভারতের উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তারা কানাডায় খলিস্তানপন্থিদের দমনে অপরাধীদের সাহায্য নিচ্ছে। বিশেষভাবে নাম উল্লেখ করা না হলেও, জানা গেছে- এ বক্তব্যের মধ্যে বিষ্ণোই গোষ্ঠীকে বোঝানো হয়েছে।

দক্ষিণ এশিয়ার কমিউনিটিকে বিশেষ করে খলিস্তানপন্থি কার্যকলাপের বিরুদ্ধে টার্গেট করার জন্য এই গোষ্ঠীর মদত নিচ্ছে ভারত। এ ঘটনার পর মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম এ ঘটনায় উঠে এসেছে।

ওয়াশিংটন পোস্টের আরও দাবি, কানাডার জাতীয় সুরক্ষা উপদেষ্টার সঙ্গে গোপন বৈঠক করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল! মার্কিন সংবাদপত্রটির দাবি, ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে পাওয়া সব প্রমাণ দোভালের কাছে তুলে দেন কানাডার উপদেষ্টা। হরদীপ সিং নিজ্জার খুনে ভারত যে বিষ্ণোই গ্যাংয়ের সাহায্য নিয়েছে, ওই বৈঠকে সেই কথাও জানায় কানাডা। তবে এই গোপন বৈঠক প্রসঙ্গে দিল্লির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

ওয়াশিংটন পোস্টের দাবি, ওই বৈঠকে কানাডার পক্ষ থেকে ভারতকে জানানো হয়-আমাদের দেশে হিংসা ছড়ানো বন্ধ করুন। ছয়জন ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে শিখদের খুন বা হুমকি দেওয়ার প্রমাণ মিলেছে বলেও ওই বৈঠকে দাবি করেন কানাডার প্রতিনিধিরা। যদিও সেই অভিযোগ মানতে চাননি দোভাল।

নিজ্জার হত্যাকাণ্ডের পরপরই ভারতের গোয়েন্দা সংস্থার র এর পদস্থ কর্মকর্তার সঙ্গে অমিত শাহ মেসেজ আদান প্রদানের তথ্য তুলে ধরে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, এই হত্যাকাণ্ডে অমিত শাহর সংশ্লিষ্টতা রয়েছে। তিনি এই হত্যাকাণ্ড অনুমোদন করেছেন।

আরবি/এস

Link copied!