ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

গাজার শরণার্থী শিবিরে বিমান হামলা, নারীসহ নিহত ৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০৯:১৯ এএম

গাজার শরণার্থী শিবিরে বিমান হামলা, নারীসহ নিহত ৩৩

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে দখলদার ইসরায়েলের হামলায় ২১ নারীসহ ৩৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাবালিয়ার বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি সেনারা। হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পরও থেমে নেই দখলদারদের বর্বরতা। বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুর হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রাণলায় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ২১ জন নারী ছিলেন এবং ধ্বংসস্তূপ ও ভবনের নিচে আটকে পড়া অনেকের কারণে মোট মৃত্যুর সংখ্যা ৫০ হতে পারে। বোমা বিস্ফোরণে ৮৫ জনেরও বেশি লোক আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে।  

শনিবার (১৯ অক্টােবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে আরো বলা হয়, জাবালিয়া ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে ইসরাইলি সেনাবাহিনী বোমাবর্ষণ করেছে। এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

গত বছরের ৭  অক্টোবর দক্ষিণ ইসরাইলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দােলন হামাস।  এতে প্রায় ১২০০ ইসরাইলি মৃত্যু এবং একইসঙ্গে প্রায় ২৫০ জন জিম্মি করে নিয়ে আসে।  পাল্টা জবাবে টানা ১ বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজা উপত্যকায় সামরিক অভিযান পরিচালনা করছে।

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০০। গাজা-ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে।

আরবি/জেআই

Link copied!