ধারাবাহিকভাবেই বোমাতঙ্ক দেখা দিচ্ছে ভারতীয় বিমানগুলোতে। দেশটির একাধিক বিমান উড়িয়ে দেওয়ার হুমকি আসে। এবার আরও এক হুঁশিয়ারি বার্তা এলো লন্ডন থেকে দিল্লিগামী এক বিমানে। এর জেরে বিমানটিকে ঘুরিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) ভারতীয় ভিস্তারা এয়ারলাইন্সের একটি বিমানে এ ঘটনার পর তল্লাশি বিমানটিতে চালানো হয়েছে। পরে বিমানটি নিরাপত্তা ছাড়পত্র পেলে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবে বলে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ভিস্তারা কর্তৃপক্ষ।
এ বিষয়ে হিন্দুস্তান টাইমস লিখেছে, শুক্রবারই লন্ডন থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়ন করে ভিস্তারার ইউকে১৭ ফ্লাইট। তবে বিমানটি যখন মাঝ আকাশে, তখন সেটিকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসে।
এরপরই সংশ্লিষ্ট সব নিরাপত্তা এজেন্সিকে এ বিষয়ে জানানো হয়। পরে বিমানটির পথ ঘুরিয়ে সেটিকে জর্মানির ফ্রাঙ্কফুর্টে অবতরণ করানো হয়। যাত্রীদের বিমান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। সেখানেই বিমানটির তল্লাশি শুরু হয়। তবে বিমানে বোমা বা বিস্ফোরক জাতীয় কোনো সামগ্রী মেলেনি।
এদিকে একই দিন ভারতের বেঙ্গালুরু-মুম্বাই কিউপি ১৩৬৬ আকাসা এয়ারের বিমানেও বোমাতঙ্ক দেখা দিয়েছিল। বিমানটি আকাশে ওড়ার কিছু আগেই একটি হুমকি বার্তা আসে। এরপর নিয়ম মেনে সব যাত্রীদেরই বিমান থেকে নীচে নামানো হয়। স্থানীয় পুলিশ বিমানটির তল্লাশি চালায়।
প্রতিবেদন অনুযায়ী, গত কয়েকদিনে এ নিয়ে ভারতীয় সংস্থাগুলোর প্রায় ৪০টি বিমানে বোমাতঙ্ক দেখা দিয়েছে বিভিন্ন হুমকি বার্তার কারণে। তবে এসব ক্ষেত্রে হুমকি বার্তা ভুয়া বলে দেখা গিয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে ভিস্তারা বিমান সংস্থার পক্ষে জানানো হয়েছে, লন্ডনগামী বিমানটি ফ্রাঙ্কফুর্টে নির্বিঘ্নেই অবতরণ করেছে। সেখানে নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা চলছে। নিরাপত্তা সংস্থার সবুজ সঙ্কেত পেলে আবার লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করবে বিমানটি।
আপনার মতামত লিখুন :