ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

যুদ্ধবিধ্বস্ত লেবাননের পাশে দাঁড়াল ভারত

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০১:১৬ পিএম
ছবি, সংগৃহীত

ঢাকা: হিজবুল্লাহ এবং ইসরাইলের পাল্টাপাল্টি মাসব্যাপী হামলার তীব্রতা বেড়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধে ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমন আবহে যুদ্ধবিধ্বস্ত লেবাননের পাশে দাঁড়িয়েছে ভারত।

ভারত জরুরি সহযোগিতা হিসেবে দেশটিতে ১১ টন ওষুধ সামগ্রী পাঠিয়েছে । সূত্র, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

১৮ অক্টোবর এক্স হ্যান্ডলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল লিখেছেন, ‘ভারত লেবাননে ত্রাণ পাঠিয়েছে। সব মিলিয়ে ৩৩ টন ওষুধ পাঠানো হচ্ছে। প্রথম বারের জন্য ১১ টন ওষুধ পাঠানো হল।’

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নির্মূলের ঘোষণা দিয়ে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরাইল। হামাস ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ওই সময় থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা শুরু করে ইরানসমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী।

এদিকে, ইসরাইল দাবি করে আসছে, হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র ও অবকাঠামো ধ্বংস করতে ‘সীমিত আকারে, স্থানীয়ভাবে ও নির্দিষ্ট লক্ষ্যে তল্লাশি’ চালানো হচ্ছে।  কিন্তু ইসরাইলি অভিযানে আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে বেসামরিক মানুষ।