ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
হারিকেন মিল্টন

যুক্তরাষ্ট্রে বিদ্যুৎবিহীন ২০ লাখ ঘরবাড়ি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ১১:১৭ এএম

যুক্তরাষ্ট্রে বিদ্যুৎবিহীন ২০ লাখ ঘরবাড়ি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে হারিকেন মিল্টনের প্রভাবে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লোরিডায় ২০ লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান হারিকেন মিল্টনের কারণে বিদ্যুতবিহীন রয়েছে।  আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিদ্যুৎবিহীন থাকা ঘরবাড়ির ছবি পোস্ট করেছেন।

গণমাধ্যমের খবর বলছে এরইমধ্যে মিল্টন দুর্বল হয়ে ক্যাটাগরি টু হারিকেনে পরিণত হয়েছে। তা সত্ত্বেও, এটি এখনও অত্যন্ত শক্তিশালী, ওই অঞ্চলে ভারী বন্যা এবং বিপজ্জনক বাতাস নিয়ে আসছে।

এর আগে, মিল্টন ফ্লোরিডার কাছে একটি ক্যাটাগরি থ্রি হারিকেন হিসেবে আছড়ে পড়েছিল।  কর্মকর্তারা বলছেন, এটি রাজ্যের উপর দিয়ে অগ্রসর হওয়ার কারণে হারিকেন শক্তিতে থাকবে বলে আশা করা হচ্ছে।

দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে আছড়ে পড়েছে হারিকেন মিল্টন।  এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার হালনাগাদ এ তথ্য জানায়।

রাডারের তথ্য বিশ্লেষণ করে ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, মিল্টন ফ্লোরিডার পশ্চিম উপকূলে সারাসোটা কাউন্টির সিয়েস্তা কি এলাকায় ভূভাগে আছড়ে পড়ে।

আরবি/জেআই

Link copied!