ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

কাশ্মীরে মোদীর সমাবেশের আগে ২ সেনা নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৬:১০ পিএম

কাশ্মীরে মোদীর সমাবেশের আগে ২ সেনা নিহত

ছবি, সংগৃহীত

ঢাকা: জম্মু ও কাশ্মীরে স্থানীয় বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়েছে। শনিবারই এই অঞ্চলে একটি প্রচার সমাবেশ করার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদীর সফরের এক দিন আগে শুক্রবার জম্মু ও কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দক্ষিণের কিশতওয়ার জেলায়। ভারতীয় সেনাবাহিনীর মতে, জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছিল।

শনিবার, পার্শ্ববর্তী ডোডা জেলায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর।

এক্স-এর একটি পোস্টে, নিহত দুই সেনাসদস্যের ছবি প্রকাশ করে ভারতীয় সেনাবাহিনী "সাহসীদের সর্বোচ্চ আত্মত্যাগকে" স্যালুট জানিয়েছে।

বিরোধী কংগ্রেস পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গেও নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং একটি সোশ্যাল মিডিয়া পোস্টে "ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একজোট" থাকার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কাশ্মীরের বারামুল্লা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর হাতে একজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।

হিমালয়ের পাদদেশের এই অঞ্চলটিতে এক দশকের মধ্যে প্রথম স্থানীয় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়েছে। সূত্র, এএফপি

 

আরবি/এস

Link copied!