ঢাকা: সুপার টাইফুন কং-রে’র আঘাতে এখন পর্যন্ত তাইওয়ানে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া টাইফুনের কারণে বিভিন্ন দুর্ঘটনায় আরও ৭৩ জন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তাইওয়ানে শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বলে জানিয়েছে জাতীয় দমকল সংস্থা। সূত্র, এএফপির
সংস্থাটি জানিয়েছে, কেন্দ্রীয় নানতু কাউন্টিতে ঝড়ের সময় গাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় ৫৬ বছর বয়সী এক নারী নিহত হন।
এদিকে শক্তিশালী এই ঘুর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে স্বায়ত্তশাসিত দ্বীপটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। তাইওয়ানের পূর্ব উপকূলে ১০ মিটার উচু ঢেউ আছড়ে পড়ছে। অঞ্চলটিতে প্রচণ্ড ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। তাই এরই মধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও অফিস।
ঝড়ের প্রভাবে তাইওয়ানে অন্তত ৪০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফেরি সেবাও বন্ধ রাখা হয়েছে। এছাড়া, ১৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছিল, যদিও অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে।
গত বুধবার থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৮ হাজার ৬০০ জনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৩৫ হাজার সেনা সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে ঝড়ের সংখ্যা ও তীব্রতা ক্রমেই বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। কং-রে এ বছরের জুলাইয়ের পর থেকে তাইওয়ানে আঘাত হানা তৃতীয় টাইফুন। এর আগে টাইফুন গায়েমি ও ক্রাথন দ্বীপটিতে বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণ হয়েছিল।
কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়ের প্রভাবে ঘণ্টায় ১৮৪ কিলোমিটার (১১৪ মাইল) বেগে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :