ঢাকা রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪

দুর্নীতির দায়ে সৌদি মন্ত্রণালয়ের ১২১ জন আটক

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৭:১০ পিএম

দুর্নীতির দায়ে সৌদি মন্ত্রণালয়ের ১২১ জন আটক

ফাইল ছবি

দুর্নীতির অভিযোগে সৌদি আরবের পাঁচ মন্ত্রণালয়ের ১২১ জনকে আটক করেছে ওভারসাইট অ্যান্ড অ্যান্টি-করাপশন অথরিটি (নাজাহা)। অক্টোবর মাসজুড়ে পাঁচটি সরকারি সংস্থার বিরুদ্ধে একাধিক ফৌজদারি ও প্রশাসনিক দুর্নীতির মামলার তদন্তকালে এসব অভিযান চালানো হয়। খবর সৌদি গেজেটের।

সরকারি পাঁচ সংস্থার মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়, ন্যাশনাল গার্ড, মিউনিসিপ্যালিটি ও হাউজিং মন্ত্রণালয় এবং জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ।

নাজাহার বিবৃতি অনুযায়ী, দুর্নীতির মামলাগুলোর মধ্যে রয়েছে মূলত ঘুষ এবং ক্ষমতার অপব্যবহার। তদন্তের ফলে ৩২২ জনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যাদের মধ্যে ১২১ জনকে হেফাজতে নেওয়া হয়। এছাড়া কয়েকজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

শুধু অক্টোবর মাসেই নাজাহা প্রায় এক হাজার ৯০৩টি অভিযোগের তদন্ত চালিয়েছে। নাজাহা কর্তৃপক্ষ তাদের ক্রমাগত প্রতিশ্রুতির উপর জোর দিয়ে বলেছে যে, যদি কেউ জনগণের অর্থের অপব্যবহার করে বা ব্যক্তিগত স্বার্থে কাজে লাগায় তাহলে তাদের ছাড় দেওয়া হবে না। কোনো ধরনের নমনীয়তা ছাড়াই বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে বলেও জানিয়েছে নাজাহা।

আরবি/ এইচএম

Link copied!