ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ইসরায়েলে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, ব্যবহার করা হবে বিধ্বংসী অস্ত্র

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ১১:৫২ এএম

ইসরায়েলে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, ব্যবহার করা হবে বিধ্বংসী অস্ত্র

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে ইরান। এবার আগের দু দফার চেয়ে হামলার ধরণ হবে অনেকটা আলাদা। নতুন এই হামলায় ব্যবহার করা হবে এমন সব শক্তিশালী অস্ত্র যা আগের হামলাগুলোয় ব্যবহার করা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। 

ইরানি ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
একজন মিশরীয় কর্মকর্তা বলেছেন, তেহরান কায়রোকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিল যে ২৬ অক্টোবর ইরানি ভূখণ্ডে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে তার প্রতিক্রিয়া হবে শক্তিশালী ও জটিল।

একজন ইরানি কর্মকর্তা বলেছেন, যেহেতু ইসরায়েলি হামলায় তাদের সামরিক বাহিনীর চারজন সৈন্য এবং একজন বেসামরিক লোক নিহত হয়েছে। তাই প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী এই অভিযানে জড়িত থাকবে।

ইরানি ওই কর্মকর্তা আরও বলেছেন, এবারের আক্রমণে ইসরায়েলি সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তবে নতুন হামলা আগেরগুলোর চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হবে। এবার এই হামলায় ব্যবহার করা হতে পারে ইরাকি ভূখণ্ড।

উল্লেখ্য, বিভিন্ন হামলার জবাবে প্রতিশোধমূলক হিসেবে গত ১৩-১৪ এপ্রিল এবং ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রতিক্রিয়ায় ইসরায়েলও দু’ দফা হামলা চালায় ইরানে।

 

 

আরবি/জেআই

Link copied!