ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

হোয়াইট হাউসের চাবি কার হাতে?

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৮:৫৯ পিএম

হোয়াইট হাউসের চাবি কার হাতে?

ছবি: ইন্টারনেট

ঢাকা: আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন আজ। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে ঠিক কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট, তা নির্ধারণ করতে ভোট দিচ্ছেন মার্কিন নাগরিকরা। এবারের নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার প্রায় ১৮ কোটি ৬৫ লাখ নিবন্ধিত ভোটার তাদের মতামত জানাবেন। এরই মধ্যে ৭ কোটি ৭৬ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে শুধু প্রেসিডেন্ট নয়, ভাইস প্রেসিডেন্ট, ১৩ গভর্নর, ৩৩ সিনেটর এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫ কংগ্রেসম্যানের পদেও ভোট হচ্ছে। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস, যিনি বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, তার সঙ্গী হিসেবে রয়েছেন টিম ওয়ালজ। অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন জে ডি ভান্স।

প্রধান দুই প্রার্থীর পাশাপাশি আরও চারজন তৃতীয় দল এবং স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁরা হলেন গ্রিন পার্টির জিল স্টেইন, লিবার্টারিয়ান পার্টির চেজ অলিভার, এবং স্বতন্ত্র প্রার্থী কর্নেল ওয়েস্ট ও রবার্ট কেনেডি জুনিয়র। তবে বিশ্লেষকদের মতে, মূল প্রতিযোগিতা কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আর তৃতীয় দলের প্রার্থীরা নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলতে পারবেন না।

প্রচারণার সময় দুই প্রার্থীই বিভিন্ন অভ্যন্তরীণ ও বৈশ্বিক ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। কমলা হ্যারিস মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, গর্ভপাতের অধিকার রক্ষা এবং ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে, ট্রাম্পের অঙ্গীকার মূলত অভিবাসন নিয়ন্ত্রণ, উচ্চ সুদহারের লাগাম টানা এবং রাশিয়ার সঙ্গে সমঝোতার মাধ্যমে ইউক্রেন সংকটের সমাধান করা।

এই নির্বাচনে অভ্যন্তরীণ অর্থনীতি, মূল্যস্ফীতি, স্বাস্থ্য ব্যবস্থা, এবং ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ভোটারদের নজরে এসেছে। আজকের ভোটগ্রহণের ফলেই নির্ধারিত হবে, কে পাচ্ছেন হোয়াইট হাউসের চাবি এবং আগামী চার বছর আমেরিকা তথা বিশ্ব রাজনীতিতে কেমন প্রভাব ফেলবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!