ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪

মঙ্গলবার রাতেই পাওয়া যাবে ফ্লোরিডার নির্বাচনের ফল: কর্ড বার্ড

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৮:৩১ এএম

মঙ্গলবার রাতেই পাওয়া যাবে ফ্লোরিডার নির্বাচনের ফল: কর্ড বার্ড

ছবি: ইন্টারনেট

ঢাকা: ফ্লোরিডা রাজ্যে মঙ্গলবার অনুষ্ঠিতব্য নির্বাচনের ফলাফল রাতের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছেন ফ্লোরিডার সেক্রেটারি অফ স্টেট কর্ড বার্ড। তিনি জানান, ইতিমধ্যে প্রায় ৮.৩ মিলিয়ন ভোটার আগাম ভোট বা ডাকযোগে ভোট দিয়েছেন। মঙ্গলবার সকালেও প্রায় ৫৬০,০০০ ফ্লোরিডিয়ান তাদের ভোট প্রদান করেছেন।

বার্ড আরও জানান, ভোটগ্রহণের জন্য রাজ্যের সব কেন্দ্র স্বাভাবিকভাবে খোলা রয়েছে এবং কোথাও কোনো সমস্যা দেখা যায়নি। রাত ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং রাতের মধ্যেই নির্বাচনের ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক ঘটনাবলির প্রসঙ্গে তিনি বলেন, মায়ামি-ডেড কাউন্টিতে এক ড্রাইভার ভুলবশত একটি ব্যালট বহনকারী বাক্স ও ব্যাগ রাস্তার মাঝখানে ফেলে যান। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বরখাস্ত করা হয়েছে এবং নির্বাচন পরিচালনায় "জিরো টলারেন্স" নীতি অনুসরণ করা হচ্ছে বলে বার্ড জানান।

এছাড়া, নির্বাচনের নিরাপত্তা নিয়ে নেওয়া পদক্ষেপের মধ্যে, জ্যাকসনভিলের কাছে ১৮ বছর বয়সী এক যুবককে চাপাতি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। বার্ড জানান, কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানে সচেষ্ট আছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!