ঢাকা: ফ্লোরিডার পাম বিচে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ভোট প্রদান শেষে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ঘোষণা করেন, নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তিনি তা মেনে নেবেন। নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে ট্রাম্প জানান, বিভিন্ন স্টেটে তিনি অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে জানতে পেরেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে পরাজিত হলে তার সমর্থকদের সহিংসতা থেকে বিরত থাকতে বলার প্রয়োজন নেই, কারণ তার সমর্থকরা সহিংস নয়। ফ্লোরিডার সংবিধানে গর্ভপাতের অধিকার নিয়ে যে সংশোধনী প্রস্তাব এসেছে, এ বিষয়ে ভোটে তিনি কী অবস্থান নিয়েছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে, ট্রাম্প মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, ফ্লোরিডার এবারের নির্বাচনে গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে বৈধতা দেওয়ার প্রস্তাব সংক্রান্ত সংবিধান সংশোধনীর বিষয়ে ভোটারদের রায় নেওয়া হচ্ছে, যা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :