ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বেড়াতে গিয়ে তরুণী ধর্ষণ

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০২:৪৯ পিএম

বেড়াতে গিয়ে তরুণী ধর্ষণ

ছবি, সংগৃহীত

ঢাকা: মীরসরাইয়ে পর্যটন কেন্দ্র মহামায়া লেকে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ নভেম্বর রাতে অভিযান চালিয়ে মো. রিয়াজ (২৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সে মীরসরাই উপজেলার বাসিন্দা।

মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় জানান, বৃহস্পতিবার বিকেলে বন্ধুর সঙ্গে ফেনী থেকে মহামায়া লেকে বেড়াতে গিয়েছিল ওই তরুণী। লেকের পাড়ে বসে কথা বলার সময় তিন যুবক গিয়ে তাদের উত্ত্যক্ত করে। এসময় বন্ধুকে বেঁধে রেখে তরুণীকে তারা ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।

তিনি আরও জানান, রাতে অভিযান চালিয়ে মো. রিয়াজ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

আরবি/এস

Link copied!