ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ড্রোন হামলায় ইসরাইলি সামরিক ঘাঁটি ধ্বংস, দাবি হিজবুল্লাহর

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৬:৩১ পিএম

ড্রোন হামলায় ইসরাইলি সামরিক ঘাঁটি ধ্বংস, দাবি হিজবুল্লাহর

ছবি, সংগৃহীত

ঢাকা: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে দখলদার ইসরাইলের একটি সামরিক যোগাযোগ ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি করেছে। রোববার (১০ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা দক্ষিণ লেক টিবেরিয়াস থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত ইসরাইলের আইন খোজলট সামরিক যোগাযোগ ঘাঁটিতে আত্মঘাতী ড্রোনের স্কোয়াড্রন দিয়ে আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে লক্ষ্যবস্তুগুলো সঠিকভাবে আঘাতপ্রাপ্ত হয় বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, লেবানন ও তার জনগণের সুরক্ষায় এবং খাইবার অপারেশনের ধারাবাহিকতার অংশ হিসেবে ইসরাইলের আক্রমণ ও গণহত্যার প্রতিশোধ নিতে এই ড্রোন হামলা চালানো হয়।

অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ মারুন আল-রাস এলাকায় ইসরাইলি বাহিনীর একটি সমাবেশে আক্রমণ চালিয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করে লেবাননে নজিরবিহীন বিমান হামলা চালাচ্ছে। যা লেবাননে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে।

আরবি/এস

Link copied!