ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

গাজায় স্কুল ও হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ২৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৩:৩৫ পিএম

গাজায় স্কুল ও হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ২৩

ছবি: সংগৃহীত

গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দিনগত রাতে মধ্য গাজার নুসিরাতের স্কুলটি হামলা চালানো হয়। ওই স্কুলটি যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল ছিল।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত দুটি স্থানীয় হাসপাতালে হতাহতদের নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, মধ্য গাজার দেইর আল-বালাহে আল-আকসা শহীদ হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছে।

সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখানো হয়েছে দেইর আল-বালাহে যেখাতে হামলা হয়েছে সেখানে তাঁবু এবং গাড়িতে আগুন লেগেছে। স্থানীয়রা পাইপ এবং জলের বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

পরের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারী কর্মীরা ধোঁয়া ওঠা তাঁবু এবং পুড়ে যাওয়া যানবাহনের মধ্যে কেউ বেঁচে আছে কিনা তাদের সন্ধান করছে।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে সতর্ক করার সময় আক্রমণগুলি করা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরবি/ এইচএম

Link copied!