ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

হিজবুল্লাহর হামলায় ৬ ইসরায়েলি সেনা নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৯:২৪ এএম

হিজবুল্লাহর হামলায় ৬ ইসরায়েলি সেনা নিহত

ছবি: ইন্টারনেট

ঢাকা: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আবারও তীব্র হামলা চালিয়েছে, যার ফলে ইসরায়েলের দক্ষিণে স্থল অভিযানের সময় ছয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এই হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। গত দেড় মাসে লেবাননে হিজবুল্লাহর হামলায় মোট ৪৭ জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, বুধবার ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে প্রায় ২৩টি হামলা চালানো হয়েছে। তারা ইসরায়েলের সাসা, কিয়ারা, এবং হাইফা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ঘাঁটিগুলিকে টার্গেট করেছে।

এ ঘটনার পর ইসরায়েলে প্রায় ২৪ ঘণ্টা সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, যাতে সাধারণ বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর ছোড়া বেশিরভাগ মিসাইল প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!