ঢাকা: যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) প্রধান হিসেবে রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত এই রাজনীতিক বরাবরই ভ্যাকসিনের বিষয়ে সংশয়বাদী এবং ট্রাম্প প্রশাসনে এই পদ পাওয়ার জন্য তিনি লবিংও করেছিলেন। শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত রাজনীতিবিদ এবং ভ্যাকসিন-সন্দেহবাদী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন। কেনেডি নিজেও মার্কিন নির্বাচনে প্রার্থী ছিলেন।
তবে একপর্যায়ে তিনি নিজের নির্বাচনী প্রচারণা স্থগিত করেন এবং রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে সমর্থন জানান। এরপর তিনি স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) প্রধান পদটি পাওয়ার জন্য লবিংও করেছিলেন।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ বৃহস্পতিবার লিখেছেন, “আমি রবার্ট এফ কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) সেক্রেটারি হিসাবে ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত।”
তিনি আরও বলেন, “খুব দীর্ঘ সময় ধরে আমেরিকানরা শিল্প খাদ্য কমপ্লেক্স এবং ওষুধ কোম্পানিগুলোর মাধ্যমে শোষিত হয়েছে। এসব কোম্পানি জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তিতে জড়িত ছিল।”
আপনার মতামত লিখুন :