ঢাকা: চীনের পূর্বাঞ্চলীয় শহর উক্সিতে এক শিক্ষার্থীর চালানো ছুরি হামলায় অন্তত ৮ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী ২১ বছর বয়সী এক শিক্ষার্থী, তবে হামলার কারণ এখনো স্পষ্ট নয়। তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, সে সম্পর্কেও পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
এর কিছুদিন আগেই, দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ে একটি ক্রীড়া কেন্দ্রের বাইরে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ৪০ জন নিহত ও ৪৩ জন আহত হয়। পারিবারিক কলহকে ওই ঘটনার কারণ হিসেবে দায়ী করা হয়েছিল।
চীনে এমন সহিংস হামলার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবনতি এ ধরনের আক্রমণের পেছনে অন্যতম কারণ হতে পারে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম, যেমন বিবিসি, সিএনএন, এবং ফ্রান্স২৪-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এই ঘটনা চীনের জননিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন করে প্রশ্ন তুলছে।
আপনার মতামত লিখুন :