ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ইমরান খানের হুংকারে পাকিস্তানে ১৪৪ ধারা জারি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৯:৩১ এএম

ইমরান খানের হুংকারে পাকিস্তানে ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত

বড় বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার এ হুংকারের ফলে রাজধানী ইসলামাবাদে দুই মাসব্যাপী ১৪৪ ধারা জারি করেছে সরকার।

সোমবার (১৮ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর ভাগ্য নির্ধারণে বিরাট বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। তার এ বিক্ষোভের এক সপ্তাহেরও কম সময় আগে রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কোনো এলাকায় ১৪৪ ধারা জারি করা হলে সেখানে চার বা তার চেয়ে বেশি লোকের সমাগম সীমিত করা হয়। ইসলামাবাদে ১৪৪ ধারা জারির ফলে এ সময়ে চারজন বা তার অধিক লোক একসঙ্গে হতে পারবেন না।

পুলিশ জানিয়েছে, এর আগে গত সপ্তাহে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে থেকে পিটিআইয়ের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে অবশ্য তাদের সতর্কতা জারি করে ছেড়ে দেওয়া হয়।

আরবি/জেআই

Link copied!