ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ২, আটক ১

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ১১:৫৮ এএম

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ২, আটক ১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) ম্যানহাটনের আলাদা তিনটি জায়গায় গৃহহীন এক ব্যক্তির ছুরিকাঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার অভিযোগে ৫১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ। সূত্র: আমেরিকান সংবাদ সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, হতাহত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। তবে প্রথম হামলার শিকার ও নিহত ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি একজন নির্মাণশ্রমিক। দ্বিতীয় হামলার শিকার ব্যক্তির বয়স ৬৮ বছর। ইস্ট রিভারে মাছ ধরার সময় তাকে আঘাত করা হয়। তিনিও মারা গেছেন। দ্বিতীয় ঘটনার প্রায় দুই ঘণ্টা পর জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে ৩৬ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাত করা হয়। এক ট্যাক্সিচালক এ ঘটনা দেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ছুরিকাঘাতের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত তৃতীয় ব্যক্তি একজন নারী। তাকে নিউইয়র্কের জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে হামলাকারী একজন গৃহহীন ব্যক্তি বলে উল্লেখ করেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি জানান, আটক ব্যক্তি ফৌজদারি মামলার সাজাপ্রাপ্ত। এ নিয়ে আটবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ছুরি হামলার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি বিনা উসকানিতে হামলা চালিয়েছেন।

আরবি/জেআই

Link copied!