ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালালো ইউক্রেন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ১০:০৪ এএম

যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালালো ইউক্রেন

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের তৈরি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার একদিন পর এবার যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ান মিলিটারি ব্লগ ও রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাশিয়ায় মার্কিন তৈরি ‘আর্মি ট্যাকটিকেল মিসাইল সিস্টেম’ (এটিএসিএমএস নামে পরিচিত) ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেন। এর একদিন পর বুধবার ইউক্রেন রাশিয়ার ভেতরে ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে।

এতে আরও বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া ব্রিটিশ মিডিয়াতেও রাশিয়ায় যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার তথ্য জানানো হয়েছে।  তবে ইউক্রেনে প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম ইউমেরভ এই তথ্য নিশ্চিতও করেলনি আবার  অস্বীকারও করেননি।

ব্রিটিশ তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হয়েছে কিনা- এমন প্রশ্ন করা হলে গতকাল রুস্তেম বলেছেন, আমাদের দেশকে রক্ষা করার জন্য আমরা সবকিছু ব্যবহার করব। আমরা বিস্তারিত কিছু বলব না কিন্তু আমরা যা দিয়ে জবাব দিতে সক্ষম তা আমরা পাঠাচ্ছি। 

আরবি/জেআই

Link copied!