বন্ধুত্বের বিশেষ নিদর্শন হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ৭০ টিরও বেশি প্রাণী উপহার পাঠিয়েছেন। সংবাদ সংস্থার মতে, পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় চিড়িয়াখানা পুতিনের কাছ থেকে ৭০টিরও বেশি প্রাণী পেয়েছে। উত্তর কোরিয়ার সফরের সময় রাশিয়ার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রী আলেকজান্ডার কোজলভ এই উপহারপ্রদান করেন।
কোজলভের মতে, এই প্রানী উপহার দুই দেশের মধ্যে ‘বন্ধুত্বে একটি নতুন মাইলফলক’ প্রতিনিধিত্ব করবে। তিনি বিশ্বাস করেন, রাশিয়া এবং উত্তর কোরিয়া এখন প্রাণী পালন, পুনর্বাসন এবং বিরল প্রাণী প্রজাতির পুনঃপ্রবর্তনের বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।
তিনি বলেন, ‘আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে, প্রাণীরা ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রানী উপহার দুদেশের সমর্থন এবং যত্নের চিহ্ন হিসাবে দেওয়া হয়েছে। আজ, আমি আমাদের কোরিয়ান বন্ধুদের ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিনের কাছ থেকে একটি উপহার উপস্থাপন করছি’।
এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ আজ বৃহস্পতিবার জানিয়েছে, উপহার হিসেবে পুতিনের পাঠানো বিরল প্রাণীগুলো গ্রহণ করেছে পিয়ংইয়ং।
জানা গেছে, প্রাণীগুলোকে মস্কোর চিড়িয়াখানা থেকে নিয়ে বিমানে করে উত্তর কোরিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল।
রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মস্কোর চিড়িয়াখানার একটি আফ্রিকান সিংহ, দুটি বাদামী ভাল্লুক, দুটি ইয়াক, পাঁচটি সাদা ককাটুস, বিভিন্ন প্রজাতির ২৫টি ফিজ্যান্ট এবং ৪০টি ম্যান্ডারিন হাঁস এখন উত্তর কোরিয়ার চিড়িয়াখানায় বাস করবে।
আপনার মতামত লিখুন :