সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হিজবুল্লাহ কমান্ডার ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন। খবর আল জাজিরার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, আলী মুসা দাকদুক কারবালার অভিযানে প্রধান ভূমিকা পালন করেছিলেন। সে সময় হিজবুল্লাহর সদস্যরা মার্কিন নিরাপত্তা দলের ছদ্মবেশে একটি ঘাঁটিতে প্রবেশ করে গুলি চালায় এবং পাঁচ মার্কিন সেনাকে হত্যা করে। সাম্প্রতিক বিমান হামলায় আলী মুসা দাকদুক নামের ওই হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল।
তবে সিরিয়ায় ইসরায়েলের ওই হামলা কবে কখন চালানো হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি। এছাড়া ওই হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে কি না সে বিষয়টিও নিশ্চিত নয়।
আপনার মতামত লিখুন :