ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ইসরায়েলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৯:১৬ এএম

ইসরায়েলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদদ নৌ ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এছাড়া তেল আবিবতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতেও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। খবর আল জাজিরা 

ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিব সহ মধ্য এবং উত্তর ইসরায়েলের আকাশে সাইরেন বাজানো হয়। এছাড়া উত্তর ইসরায়েলে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

ইসরায়েল সেনাবাহিনী স্বীকার করেছে, লেবানন থেকে ২৫০টি প্রজেক্টটাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এর কিছু পরে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে- লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।  

মেডিকেল সংস্থা জানিয়েছে, এসব হামলায় ১১ জন গুরুতর আহত হয়েছেন। মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় ২৯ জন নিহতের ঘটনার একদিন পরই লেবানন থেকে এই হামলা চালানো হল। লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় আরও ৬৬ জন আহত হয়েছেন। 

আরবি/জেআই

Link copied!