ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যুতে যে প্রতিক্রিয়া জানাল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৪:২৮ পিএম

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যুতে যে প্রতিক্রিয়া জানাল ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের হিন্দু সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার ইস্যুতে বার্তা দিয়েছে ভারত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে এই ধরনের হামলার দায়ীদের এখনো গ্রেপ্তার করা যায়নি, সেখানে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বৈধ দাবি উপস্থাপন করা এক ধর্মীয় (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা ইসকন) নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‍‍`শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং জামিন অস্বীকৃতির ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। তিনি বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্রও। এই ঘটনা বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠীগুলোর মাধ্যমে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক আক্রমণের পরে ঘটেছে।‍‍`

বিবৃতিতে আরও বলা হয়, ‍‍`সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর এবং মন্দির ও মূর্তির অবমাননার বেশ কয়েকটি নথিভুক্ত ঘটনা রয়েছে।‍‍`

খবর এনডিটিভির
 

আরবি/জেআই

Link copied!