ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

ইউক্রেনের জ্বালানি খাতে হামলা রাশিয়ার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৭:৪৩ পিএম

ইউক্রেনের জ্বালানি খাতে হামলা রাশিয়ার

ছবি, সংগৃহীত

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হারমান হালুশচেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, দেশের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার হামলা চলছে। হামলার ফলে বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সূত্র, বিবিসি

রাশিয়ার হামলার বিষয়ে জনসাধারণকে আগেই সতর্ক করেছে ইউক্রেনের কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোরে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশটিতে মিসাইল হামলার সম্ভাবনা রয়েছে। বিমান বাহিনী আরও সতর্ক করেছে যে কিয়েভ, রিভনে, ভিন্নিতসিয়া, ক্রোপিভনিতস্কি, বালটা এবং মাইকোলাইভসহ বিভিন্ন অঞ্চলের দিকে মিসাইল হামলা হতে পারে।

এদিকে, খারকিভের মেয়র ইগর তেরেখভ জানিয়েছেন, শহরের একটি বেসামরিক এলাকায় গোলাবর্ষণ হয়েছে। লুটস্কের মেয়র ইগর পোলিশচুক জানিয়েছেন, সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের একটি অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জারকালো তিজনিয়া জানিয়েছে, দেশটির গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই অঞ্চলের গভর্নর ওলেগ কিপার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানিয়েছেন।

সুমি ও ভলিন অঞ্চলের কর্মকর্তারাও হামলার কথা জানিয়েছেন।

ইউক্রেনজুড়ে বিদ্যুৎকেন্দ্র ও বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার এই আক্রমণে পরিস্থিতি চরম উদ্বেগজনক হয়ে উঠেছে। এমন অবস্থায় জনগণকে সতর্ক থাকতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বারবার নির্দেশ দিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া প্রায় ১,৫০০টি বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

আরবি/এস

Link copied!