যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বুদ্ধিমান ব্যক্তি’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ট্রাম্প সমস্যা সমাধান করার সামর্থ্য রাখেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার কাজাখস্তান সফরকালে এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। এমন সময় পুতিন এ মন্তব্য করলেন, যখন রিপাবলিকান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর উত্তেজনা বাড়ছে।
পুতিন বলেন, ‘আমার যতদূর ধারণা, আরেক দফায় নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প প্রকৃত অর্থেই একজন বুদ্ধিমান ব্যক্তি। ইতিমধ্যে তার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি মনে করি, তিনি সমাধানের একটি পথ খুঁজে বের করবেন।’
তবে কী ধরনের সমাধান, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
আপনার মতামত লিখুন :